Posts

Showing posts from January, 2021

নয়া বাস্তবতা এবং সত্যজিত রায়

Image
  সত্যজিতের সাথে আমার পরিচয় সম্ভবত কোনো এক ডকুমেন্টারির মধ্য দিয়ে। সেই ডকুমেন্টারিতে আমার নজর পড়ে ১৯৯২ সালের অস্কারের অনুষ্ঠানের উপর। এক বৃদ্ধ ভদ্রলোকের হাতে একটি অস্কারের পুরষ্কার হাতে , তাও নাকি সে আমাদেরই বাঙালি ! বিষয়টা সেদিন মনের মধ্যে অবশ্য গেথে গিয়েছিল বিষয়টা নিয়ে। সত্যজিতের সিনেমা দেখা আমার প্রথম হয় ২০১৫ সনের দিকে। শুরুটা ছিল অবশ্য “ পথের পাঁচালী ”( ১৯৫৫ ) দিয়েই। কি অসাধারণ দূর্গা আর অপুর এক গ্রামীণ জীবনের বেঁচে থাকার গল্প। সত্যজিতের চোখে সমগ্র দৃশ্যই ছিল এক নিম্নবিত্ত পরিবারের বাস্তব পরিস্থিতিকে ঘিরে। দূর্গার অভিনয়ের কলাকৌশল বলতে আমার বিশেষ কিছু নজরে পড়েনি তবে দূর্গা আর অপুর জুটিতে পুরো গল্পে যে সিনেম্যাটিক সম্পর্ক গড়ে উঠেছে তা সত্যি অপূর্ব। অপু ও দূর্গা সেই হিসেবে আমার কাছে গোটা সিনেমার প্রাণকেন্দ্র।পুরো গল্পজুড়ে যে দূর্গার উত্থান , কঠিন পরিস্থিতিতে সর্বজয়া আর হরিহরের সংসারের হাল ধরে রাখা , দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা নেতিবাচক প্রভাব বিস্তার সমগ্...