পশ্চিমের নিহিলিজমঃ- করোনার ভুবনে নতুন চেতনা

“ In Order to political Change” হলো রাশিয়ার ১৮৮১ সালের দিকে নিহিলিজম (Nihilism) এর গুরুত্বপূর্ণ মুভমেন্টের রাজনৈতিক আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার মধ্যে দুটো চেতনাগত বিষয় লুকিয়ে আছে। একটি হলো, সকল ধরনের মতবাদের প্রত্যাখ্যান যা একনায়কতান্ত্রিকতাকে অগ্রসর করাতে সহায়তা করে এবং দ্বিতীয়টি হলো সর্বসাধারণের উপর যে সকল আইন বা বিধান অপ্রনিধানযোগ্য এবং সাংবিধানিক নয় তাকে ছিন্ন করে দেওয়ার মাধ্যমে মুক্ত করা। এর অর্থ হলো, নতুন করে “Humanism” এর আইডিয়াকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে খুঁজে বের করা। ২০২০ সালে দাঁড়িয়ে এই নিহিলিজমের প্রয়োগ পশ্চিমারাই করে যাচ্ছে কিন্তু চেতনাগত ধারণা নতুন করে “Humanism” এর আইডিয়াকে খোঁজার মাধ্যমে নয় বরং ধ্বংসের মাধ্যমে। আমেরিকা নতুন করে এই মহামারী রোগের থেকে উত্তরণের জন্য যে পন্থা অবলম্বন করেছেন তা হলো চীনকে নতুন করে রেসিজমের ফর্মে সাজানো, হংকং কে চীনের নয়া মেডিকেল ব্যবস্থাপনার বিরুদ্ধে উস্কানী দেওয়া এবং সমরাস্ত্রকে নতুন ফর্মে সাজানো। এর জন্য পশ্চিমা ফ্রান্স,জার্মানী এবং আমেরিকা যে শব্দটি ব্যবহার করছে তা হলো “weaponize the coronavirus” . আমেরিকার ন্যারেটিভ বিশেষ...