Posts

Showing posts from March, 2020

পশ্চিমের নিহিলিজমঃ- করোনার ভুবনে নতুন চেতনা

Image
“ In Order to political Change” হলো রাশিয়ার ১৮৮১ সালের দিকে নিহিলিজম (Nihilism) এর গুরুত্বপূর্ণ মুভমেন্টের রাজনৈতিক আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার মধ্যে দুটো চেতনাগত বিষয় লুকিয়ে আছে। একটি হলো, সকল ধরনের মতবাদের প্রত্যাখ্যান যা একনায়কতান্ত্রিকতাকে অগ্রসর করাতে সহায়তা করে এবং দ্বিতীয়টি হলো সর্বসাধারণের উপর যে সকল আইন বা বিধান অপ্রনিধানযোগ্য এবং সাংবিধানিক নয় তাকে ছিন্ন করে দেওয়ার মাধ্যমে মুক্ত করা। এর অর্থ হলো, নতুন করে “Humanism” এর আইডিয়াকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে খুঁজে বের করা। ২০২০ সালে দাঁড়িয়ে এই নিহিলিজমের প্রয়োগ পশ্চিমারাই করে যাচ্ছে কিন্তু চেতনাগত ধারণা নতুন করে   “Humanism” এর আইডিয়াকে খোঁজার মাধ্যমে নয় বরং ধ্বংসের মাধ্যমে। আমেরিকা নতুন করে এই মহামারী রোগের থেকে উত্তরণের জন্য যে পন্থা অবলম্বন করেছেন তা হলো চীনকে নতুন করে রেসিজমের ফর্মে সাজানো, হংকং কে চীনের নয়া মেডিকেল ব্যবস্থাপনার বিরুদ্ধে উস্কানী দেওয়া এবং সমরাস্ত্রকে নতুন ফর্মে সাজানো। এর জন্য পশ্চিমা ফ্রান্স,জার্মানী এবং আমেরিকা যে শব্দটি ব্যবহার করছে তা হলো “weaponize the coronavirus” . আমেরিকার ন্যারেটিভ বিশেষ...

সামির আমিনের সাথে উপনিবেশিক রাজনীতির পাঠঃ- আন্তর্জাতিকতাবাদ।

Image
বিশ্বায়ন কোনো নতুন বিষয় নয়। বরং এটি হচ্ছে পুঁজিবাদী ধারণার পুরোনো একটি মতবাদ।ভারতবাসীরা এর আচরণ ভালোকরেই জানবেন । ১৮ থেকে ২০ শতাব্দী পর্যন্ত ব্রিটিশ উপনিবেশবাদের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। সেটাই ছিল তাদের বিশ্বায়ন। শোষিত গোষ্ঠী শুধুমাত্র বৈশ্বিক পুঁজিবাদী সিস্টেমের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলেছে। উপনিবেশবাদ হলো তাই বিশ্বায়নে নিজেকে অন্তর্ভুক্ত করার একটি প্রধান হাতিয়ার। ভারতবাসীদের মধ্যে যারা ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতার জন্যে আন্দোলন করেছিল সেগুলো সমাজতান্ত্রিক বৈপ্লবিক লিডারশিপের উপর ভিত্তি করে নয়, বরং মহাত্না গান্ধী কিংবা নেহেরুর পদক্ষেপগুলো ছিল জাতীয়ভাবে জনপ্রিয়তম আন্দোলন। ১৯৪৭ সালের স্বাধীনতা এসে দুইটি মূলধারার উপর ভিত্তি করে। এর মধ্যে প্রথমটি হলো ,উপনিবেশবাদের ক্রিমিনাল এক্টের ফলাফল। যার কারণে সমগ্র ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এবং দ্বিতীয়ত, ভারতের স্বাধীনতার পেছনে একদল ভারতীয় বুর্জোয়া শ্রেণীর হাত রয়েছে যার মধ্যে অন্যতম কংগ্রেস দল ,তাদের ছায়াতলে ছিল একদল শ্রমশ্রেণীর দল। কংগ্রে...