Posts

Showing posts from October, 2019

১৯ শতকে বাংলায় সমাজ সংস্করণ এবং ধর্ম সংস্কার

Image
১৯ শতকে বাংলার সমাজ এবং ধর্ম সংস্করণের জন্য অনেক পদক্ষেপ নেয়া হয় যেমন রাজা রামমোহনের ব্রাক্ষ্ম সমাজ , ইয়াং বেঙ্গল দল , হিন্দু ও মুসলিম কলেজ প্রতিষ্ঠা , ঈশ্বরচন্দ্রের এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সংস্কার আন্দলন ইত্যাদি । কিন্তু এই আন্দোলন গুলো কি সেই সম্পর্কে আলোচনা করার আগে হুট করেই কেন ১৯শতকে এই আন্দোলনগুলো সব একসাথে শুরু হয় সেটা নিয়ে আলোচনা করাটা জরুরী । এজন্য আমাদের একেবারে প্রাচীন আমল থেকে শুরু করতে হবে আলোচনাটি । বাংলার ইতিহাস দেখলেই বোঝা যায় প্রাচীন আমলে যেই রাজারা ছিলেন সবাই মোটামুটি হিন্দু কিংবা বৌদ্ধ ছিলেন । যদি আমরা চন্দ্রগুপ্ত মোর্যের মোর্য বংশের দিকে তাকাই তাহলে দেখবো যে এই বংশের রাজারা প্রথমে হিন্দু থাকলেও পরে সম্রাট অশোকের সময় বোদ্ধ হয় । এরপরই আসলে হিন্দু এবং বোদ্ধ রাজারা বাংলায় শাসন করলেও মুসলিম বা খ্রিষ্টান কোনো রাজা ছিলো না । শুধু এই চারটি ধর্মের কথা বলছি কারণ জৈন ধর্মের তেমন কোনো ভুমিকা আসলে আমরা দেখতে পারি ন...