Posts

Showing posts from May, 2021

মানুষ কিভাবে এবং কেন রাজনৈতিক জীব? পর্ব -১ (মস্তিষ্ক টু মস্তিষ্কের জার্নি)

Image
মানুষ কি কোনো অর্থে পলিটিকাল কিংবা রাজনৈতিক জীব? যদি উত্তর না হয় তাহলে মানুষ হয়তো অন্যকিছু। কথা হলো 'অন্যকিছুটা' কি তা যেহেতু মানুষ এখনও আবিষ্কার করতেই পারেনি সেখানে তাকে অরাজনৈতিক হিসেবে ভাবা রিয়ালিস্ট সেন্স থেকে যৌক্তিক নয়। আবার মানুষের ডিনায়াল এক্টকেও তো খারিজ করা সম্ভব না, কারণ সে কনশাস মাইন্ডেই সেই ডিনাই টা করছে। আর ডিনাই টা ভুল হলেও, সে তো ভুলের অস্তিত্বকে নিজে নিজেই খারিজ করে দিচ্ছে তাতে সমস্যাটি কোথায়? সমস্যা নেই , যদি সেটাকে বিবেচনা করা হয় তার নিজস্ব স্বার্থ সে হাসিল করতে পারলো কিনা। ইন্ডিভিজুয়াল চয়েজ তাহলে কেন গুরুত্বপূর্ণ? কোন অর্থে?  চয়েজের গুরুত্ব দিয়ে আমি আলোচনাটি একটু বিস্তার লাভ করাতে চাই এই কারণ এর একটি ভ্যালিড মূল্য সমাজে ছড়ানো। আমি এখানে লেখাকে ক্রিটিকাল মেথড আকারে দেখছি তবে আমি চেষ্টা করবো সহজ ভাষায় মানুষের নিউরন সিস্টেম কতোটুকু জটিল এবং "চয়েজ" শব্দটি কিভাবে রাজত্ব বিস্তার করেছে, যা মানুষের আল্টিমেট 'ইউনিভার্সেল ট্রুথ' হিসেবে দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তার করছে যার ফলাফল আজকের সামাজিক সম্পর্ক।   আপনারা হয়তো অনেকেই জানেন ক্রুসেড সম্পর্কে। আমি ...