জটিল রাজনৈতিক চলচ্চিত্রের উত্থান (১৯৬০ থেকে ১৯৭০ সাল)।প্রসঙ্গঃ- আর্জেন্টিনা। (পর্ব-২)

Argentina:Third Cinema ১৯৫০ সালের দিকে আর্জেন্টাইন বিখ্যাত ডকুমেন্টারিস্ট ফার্নান্দো বিরে তৈরি করেছেন জটিল ও বাস্তবধর্মী মুভমেন্ট, যাকে বল হয় তৃতীয় বিশ্বের চলচ্চিত্রের তত্ত্ব অনুসারে, "Cinema of Discovery"। এর আগমণ অনেকটাই ইউরোপের রেনেসাঁর আমলের "Age of Discovery" বলেও ধরে নিতে পারেন। যাই হোক, এই চিন্তা তৎকালীন দক্ষিণ আমেরিকার কাছে অত্যাধিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠে। বলা যায় এটি হলো ল্যাটিন আমেরিকার নতুন আর্ট সিনেমার মুভমেন্ট। ১৯৬০ সালের আগে আর্জেন্টিনার মতো রাষ্ট্রে সামাজিক আবহাওয়া ও চিন্তার পরিবর্তন সাধিত হলে সেখানে Nueva Ola or New Wave এর প্রাদুর্ভাব লক্ষণীয়, যা বুয়েন্স আয়ার্সের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপকতর পরিচিতি ও আস্থাও লাভ করে,তরুণদের সংখ্যাও দীর্ঘায়িত হয় যারা র্যাডিক্যাল চিন্তার বাহিরে চিন্তা করা শুরু করে। এই নিউ ওয়েভ মূলত ফরাসী নব্য তরঙ্গ বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ নামেই বেশ পরিচিত। এটি বেশ দীর্ঘ আলাপ বলে অন্য সময় বিস্তারিত লিখবো। কিন্তু আর্জেন্টিনা বেশিদিন এই ধারায় টিকে থাকতে পারেনি, ১৯৬০ এর শেষের দিকে এসে আর্জেন্টিনা যে গুরুত্বপূর্ণ মুভমেন্ট শুরু করে তা ...