সংস্কৃতি কি এবং কেন ? বাঙালী সংস্কৃতির ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা।

সংস্কৃতি এবং তার ধারণা একজন মানুষের পরিশীলিত মন মার্জিত রুচি ও ব্যাবহারই হলো সংস্কৃতি। অন্যভাবে বলতে গেলে সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে তাই সংস্কৃতি। সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো culture । এই culture শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ colere( কর্ষণ) থেকে। অতিপরিচিত সংস্কৃতি প্রত্যয়টির ব্যাবহার এবং বিস্তৃতি ব্যাপক। কোনো একটি সমাজে সদ্য জন্ম নেওয়া শিশুটির চরিত্র , মন কেমন হবে তা নির্ধারণ করে দেয় এই সংস্কৃতি। এই ব্যাপক একটি বিষয় কে কোনো নিদিষ্ট সংজ্ঞায়নের মধ্যে আনাটাও অত্যন্ত কঠিন একটি কাজ।সংস্কৃতি কে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন আমরা তার মধ্য থেকে কিছু সংজ্ঞায়ন নিয়ে কথা বলার চেষ্টা করবো। সমাজতাত্ত্বিকগণ সংস্কৃতি কে দেখেছেন মানুষের সার্বিক জীবন প্রণালী হিসেবে( the way of life), অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের গোটা জীবন ধারা।এ প্রসঙ্গে সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার ( macIver) বলেন , " culture is what we are and civilization is what we use ...