Posts

Showing posts from June, 2019

মাইকেল ডি নস্ত্রাদামাস : ভবিষ্যৎ এর চেতনাধারী ও চিন্তক।

Image
                                                              এক হেমন্তের ঘটনা। সালটি ১৯৩৯ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হিসেবে পরিচিত সালটি। জার্মানী তৎকালীন পরাশক্তি হিসেবে বেশ নামকরা এবং প্রসিদ্ধ ছিল। সেই জার্মানীর ক্ষমতাধর ব্যক্তি ছিলেন হিটলার। কিছুদিন হলো জার্মানী সেই ১৯৩৯ সনের দিকে পোল্যান্ডে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডাক দেন। তৎকালীন জার্মানদের প্রচারমন্ত্রী ছিলেন ডক্টর গোয়েবলস। পোল্যান্ড আক্রমণ করার পরের ঘটনা। কোনো এক দুপুরে প্রচার মন্ত্রী তার নিজ বাস ভবনে ঘুমাচ্ছিলেন। পাশেই তার স্ত্রী কি মনে করে কোনো এক অখ্যাত ব্যক্তির বই হাতে তুলে নিয়ে পড়া শুরু করলেন। ঠিক কয়েক ঘন্টা পর ডক্টর গোয়েবলসের স্ত্রী আচমকা চমকে উঠেন! গোয়েবলসের স্ত্রী সেই বই পড়ে এতোটাই চমকে গিয়েছিলো য...